ডেস্ক নিউজ : ঋণ পরিশোধ সহজভাবে সম্পন্ন করতে মহান আল্লাহ লেখনীর ব্যবহারে গুরুত্বারোপ করেন। ঋণদানে গৃহীত চুক্তিসমূহ মানুষের মগজে সীমাবদ্ধ থাকলে তার ব্যত্যয় ঘটা স্বাভাবিক। তা ছাড়া সমাজে বিশৃঙ্খলা ও বিবাদ-বিসংবাদের সূত্রপাত ঘটতে পারে। তাই আল্লাহতায়ালা এ বিষয়ে সতর্ক সংকেত প্রদান করে বলেন, ‘হে মুমিনরা! তোমরা যখন পরস্পরে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণের আদান-প্রদান কর, তখন তা লিখে নাও।’-সুরা আল বাকারা: ২৮২
এই আয়াতের অনুসরণে ঋণদান করলে পরিশোধ সহজীকরণ সম্ভব। সহজে ঋণ পরিশোধ করতে হলে ব্যবসা, পশু পালন, হস্তশিল্প ইত্যাদি ক্ষেত্রে সহজ শর্তে ঋণ প্রদানে অধিক মনোযোগী হতে হবে এবং অকর্মণ্য লোকদের ব্যক্তিগত ঋণদান থেকে বিরত থাকতে হবে।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৪