ডেস্কনিউজঃ ১৩ বলেই ২ উইকেট নেই বাংলাদেশের। ফিরেছেন দুই ওপেনারই। তানজিদ তামিম সুযোগ পেয়েও হতাশ করেছেন, অভিষেকে আলো ছড়াতে ব্যর্থ জাকির হাসানও।
দ্বিতীয় ওভারে জাকিরকে ১ রানে ফিরিয়ে ৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মিলনে। পরের ওভারে এসে তানজিদকে ৬ রানে ফেরান বোল্ট। ৮ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।
এই খবর লেখা পর্যন্ত আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান। মাঠে আছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়।
কিউএনবি/বিপুল/২৬.০৯.২০২৩/ দুপুর ২.৪৫