বিনোদন ডেস্ক : পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর (বুধবার) যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই দিনই প্রয়াত যশ চোপড়ার জন্মবার্ষিকীও। তাই ধারণা করা হচ্ছে সেদিনই প্রকাশ করা হতে পারে ‘টাইগার ৩’ এর টিজার।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, এদিন সালমান খান এজেন্ট টাইগার হিসেবে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। অবশ্য এ বিষয়ে সালমান খান কিংবা যশরাজ ফিল্মসের তরফ থেকে এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। এর আগে প্রকাশ্যে আসে ‘টাইগার ৩’-এর পোস্টার। যা দেখে ভক্তদের ধারণা, সালমানের এই ছবি অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।
যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান ও ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।
‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান, ক্যাটরিনা ছাড়াও আছেন ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। জানা গেছে, আসছে দীপাবলি উপলক্ষে ১০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
View this post on Instagram
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:১৫