স্পোর্টস ডেস্ক : বিশ্রামে থাকা ক্রিকেটারদের ফেরানো হয়েছিল শেষ ম্যাচে। নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেটা তাদের ঝালাইয়ে মঞ্চও তৈরি হতে পারত। কিন্তু ম্যাচের আগের দিনে দুই ক্রিকেটারকে নিয়ে শঙ্কায় টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে থাকলেও অসুস্থতার কারণে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন মেহেদি হাসান মিরাজও। দলে ফেরানো হয়েছে খালেদ আহমেদ ও আফিফ হোসেনকে।
বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে আফিফ ও খালেদের অন্তর্ভুক্তি বিষয়টি জানিয়েছে। তাসকিনের জায়গায় ফেরানো হয়েছে খালেদকে। আর আফিফ এসেছেন মিরাজের জায়গায়। মেহেদি হাসান মিরাজের পায়ে কিছুটা অস্বস্তি আছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সিরিজের শেষ ম্যাচে তার খেলা অনিশ্চিত। তাই বিকল্প হিসেবে দলে রাখা হয়েছে আফিফকে।
তাসকিন ও মিরাজ নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না। দুজনই বিশ্বকাপের ভাবনায় থাকায় বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের। তবে বিশ্বকাপে যাওয়ার আগে শেষ ম্যাচটা খেলার ইচ্ছা ছিল তাসকিন, মিরাজের। অসুস্থতার কারণে তা আর হচ্ছে না তাসকিনের। চোটের কারণে মিরাজকে নিয়েও আছে শঙ্কা।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিম হাসান, জাকির হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, আফিফ হোসেন।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৫০