স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালকে সবশেষ দেখা গিয়েছিল গত জুলাইতে। তারপর থেকে তিনি মাঠের বাইরে। ঘটে গেছে নানা ঘটনা। নিয়েছিলেন অবসর, একদিন পরেই অবশ্য ফিরে এসেছেন তিনি। তারপর ছেড়েছেন নেতৃত্ব। চোটে জর্জর শরীর নিয়ে খেলেননি এশিয়া কাপে।
তবে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও, দ্বিতীয় ম্যাচ আজ খেলেছেন ৪৪ রানের একটি ইনিংস। এই ইনিংসে তিনি হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানালেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সেখানে জানিয়েছেন শুরুতে তিনি নাকি অস্বস্তিতে ছিলেন।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সত্যি কথা বলতে, আমি নার্ভাস ছিলাম। যদি বলি যে এটা জাস্ট আরেকটা ম্যাচ তাহলে বলা যাবে না। শেষ কয়েক মাসে যেসব ঘটনা ঘটেছে, ব্যাটিংয়ে নামার সময় আমি নার্ভাস ছিলাম। তবে প্রথম ওভার শেষে সেটা কমে গিয়েছিল যা স্বস্তির ছিল। এছাড়া ব্যাটিং করে আনন্দ পাচ্ছিলাম।’
তিনি যোগ করেছেন, ‘মাঠে ফিরে ভালো লাগছে। প্রথম ম্যাচে ৩০ ওভারের মতো ফিল্ডিং করেছি। আজ ৫০ ওভার মাঠে ছিলাম। এছাড়া ব্যাটিং করেছি ২০ ওভারের মতো। ফিরে ভালো লাগছে। তবে এখনও অস্বস্তি রয়েছে। এখনও আমার পেছনে বেশ ভালো অস্বস্তি রয়েছে। ফিজিও এবং আমি এটা ওভারকাম করার চেষ্টা করছি। এটা সত্য এখনও অস্বস্তি রয়েছে।’
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১৪