আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় বাহিনীর দাবি, সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বেশ কয়েক জন হতাহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করেছে ইউক্রেনের স্প্যাশাল ফোর্স। যদিও হামলায় সুনির্দিষ্ট করে কতজন নিহত হয়েছে তার বিস্তারিত তথ্যপ্রমাণ প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, স্পেশাল অপারেশন ফোর্সের শ্রমসাধ্য ও সাহসী পদক্ষেপের ফলে রুশ ব্ল্যাক সি ফ্লিট হেডকোয়ার্টারে সময়মতো নির্ভুল আঘাত করতে সক্ষম হয়েছি, যখন রাশিয়ান নৌবাহিনীর সিনিয়র অফিসাররা সেখানে বৈঠক করছিল। হামলার জন্য বিমান বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য প্রেরণ করা হয়। হামলায় রুশ নৌবহরের সিনিয়র নেতৃত্বসহ কয়েক ডজন হতাহত হয়েছে। আমরা আরও এগিয়ে যাচ্ছি। খবর সিএনএন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ২২ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে এক রুশ সেনা নিখোঁজ রয়েছে।
সাম্প্রতিক সময়ে ক্রিমিয়া উপদ্বীপে রুশ সামরিক স্থাপনায় হামলা বাড়িয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার ইউক্রেনের বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৪