বিনোদন ডেস্ক : এক নাটকে একসঙ্গে অভিনয় করছেন তিন প্রখ্যাত অভিনেত্রী রিনা রহমান, ডলি জহুর ও অরুনা বিশ্বাস। নাটকের নাম ‘জবা’। এটি একটি প্রচার চলতি ধারাবাহিক নাটক। প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে। নাটকটি পরিচালনা করছেন আশীষ রায়। এরইমধ্যে তিনজনই নাটকের শুটিংয়ে করেছেন।
এতে অভিনয় করে রিনা রহমান বলেন, ‘একটা সময় ছিল নিয়মিত ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করতাম। কিন্তু সময়ের ধারাবাহিকতায় নাটকে আমার মতো শিল্পীদের চরিত্র একেবারে থাকে না বলা চলে। ঢাকা শহরে চার সন্তান নিয়ে বাসা ভাড়া করে জীবনের আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের চাহিদা পূরণ করে বেঁচে থাকা এখন সত্যিই অনেক কঠিন। তারপরও যারা আমাকে তাদের পরিচালিত নাটকে নেয়ার চেষ্টা করেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। জবা নাটকে কাজ করছি। এজন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
ডলি জহুর বলেন, ‘যারা নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে নাটকের সৌন্দর্য বৃদ্ধি করেন তাদের নিয়ে নিয়মিত কাজ করা উচিত। আমরা চেষ্টা করছি জবা নাটকটিকে দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার।’
অরুনা বিশ্বাস বলেন, ‘একজন শিল্পী অর্থাৎ অভিনয়শিল্পী আজীবন ভালোবেসে অভিনয়টাই করে যেতে চান। অভিনয়ের মাঝেই নিজের বেঁচে থাকার তৃপ্তি খোঁজে পান। রিনা আপার মতো শিল্পীদের কাজ দিয়ে বাঁচিয়ে রাখা আমাদের ইন্ডাস্ট্রিরই দায়িত্ব। রিনা আপা গুণী একজন অভিনেত্রী এবং নিঃসন্দেহে একজন ভালো মানুষও বটে।
কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫৬