বিনোদন ডেস্ক : দর্শক প্রিয় সিনেমা ‘প্রিয়তমা’ হিট হওয়ার পর থেকেই ঢালিউড সুপারস্টার শাকিব খান তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। আর এ কারণে নির্মাতা বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’য় চুক্তিবদ্ধ হয়েও কাজ করেননি এই চিত্রনায়ক।
নির্মাতা খোকন অভিযোগ করে জানিয়েছেন,‘নীল দরিয়া’র শুটিং শুরুর কথা ছিল গেল ২০ জুলাই। এটার জন্য পারিশ্রমিক দেয়া হয় ৪০ লাখ টাকা। কিন্তু ‘প্রিয়তমা’ হিট হওয়ার পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। এই হিসাবে তিনি নির্মাতার কাছে আরও ৬০ লাখ টাকা দাবি করেন।
শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন জনপ্রিয় খল নায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, ‘১ কোটি কেন, ৫ কোটি দেব, যদি আমাকে ১০ কোটি টাকা লাভ করে দিতে পারে। বাংলাদেশে ১ কোটির চল এখনও শুরু হয়নি। কোনো প্রযোজক বা পরিচালক ১ কোটি দিয়ে কাজ করবে না। চলচ্চিত্রের সেই বাজার তৈরি হতে হবে আগে।’
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৩