গণমাধ্যমের সামনে অধিনায়ক জ্যোতি তুলে ধরেন নিজেদের ভাবনা, ‘যে টুর্নামেন্টে আমরা যাই না কেন, দ্বিপক্ষীয় হোক অথবা কোনো ইভেন্ট হোক। আমরা প্রতিটাকেই গুরুত্ব দেই। সমান চ্যালেঞ্জ নিয়ে যাই। আমরা সেভাবে প্রস্তুতি নেই যেন আমাদের টাইগ্রেস যারা আছে। নারী ক্রিকেটকে সত্যিকারার্থেই মূলধারায় আপনারা দেখেছেন নিয়ে এসেছি। আমাদের যারা খেলোয়াড়, প্রত্যেকে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের ফলাফলের গ্রাফ কিন্তু তুলনামূলক অনেকটাই এখন দৃঢ় অবস্থায় রয়েছে। আমরা যেহেতু আগের দুটো ইভেন্টে সিলভার পেয়েছিলাম। এবার আমাদের লক্ষ্য আরও ভালো করবো।’
অধিনায়ক জানান, ভালো প্রস্তুতি নেওয়ার ফল মাঠে দেখা যাবে, ‘অবশ্যই দেখেন, দল হয়ে যেখানে খেলি দলের জন্য গুরুত্বপূর্ণ কীভাবে প্রস্তুতি নিচ্ছি। গত এক মাস আমরা বলবো যে অসম্ভব পরিশ্রম করেছি। আর সেটার ফল অবশ্যেই দেখতে পাবো।’