স্পোর্টস ডেস্ক : এবারের এশিয়া কাপ যেন বৃষ্টি ভেজা। বৃষ্টির বাগড়ায় পড়েনি এমন খুব কম ম্যাচই আছে। এমনকি আজ রোববার ফাইনালেও বাগড়া দিয়েছে বৃষ্টি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ফাইনালে মুখোমুখি হওয়ার কথা শ্রীলংকা ও ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচের টসও ইতোমধ্যে হয়ে গেছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। কিন্তু বৃষ্টির বাগড়ার কারণে ফাইনাল ম্যাচটিও শুরু হতে বিলম্ব হচ্ছে।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্থ, প্রমোদ মাধুশান ও মাথিশা পাথিরানা।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮