বিনোদন ডেস্ক : প্রথম সপ্তাহ পার হয়ে দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে সাফল্যে মোড়া এই ছবি। দর্বার গতিতে চলছে যেন! ভক্তকুলেন মন জয় করতে সক্ষম হয়েছে ‘জওয়ান’। পরিচালক আর প্রযোজকের মুখে ঝলমলে আলো ছড়াচ্ছে। এই সাফল্যের মধ্যে উঠে এসেছে অন্যরকম কথা।
অভিনেত্রী প্রিয়মণি জানালেন পরিচালককে নিয়ে অসন্তোষের কথা। শাহরুখের সঙ্গে এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে কাজ করেছেন প্রিয়মণি। ‘জওয়ান’ এ তাকে দেখা গেছে শাহরুখের প্রমীলা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মীর চরিত্রে। তবে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অ্যাটলির বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ আনলেন প্রিয়মণি।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫