স্পোর্টস ডেস্ক : কাড়ি কাড়ি অর্থ খরচ করেও মাঠে তার প্রতিফল পাচ্ছে না চেলসি। ইপিএলের সবশেষ ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট হারায় মাউরিসিও পচেত্তিনোর দল। স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুদের ১-০ গোলে হারায় নটিংহ্যাম ফরেস্ট। ৪ ম্যাচে মাত্র ১ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীর দিকেই অবস্থান ক্লাবটির।
বোর্নমাউথের অবস্থা খুব একটা ভালো না। চার ম্যাচে এখনও জয়হীন তারা। মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে ব্লুরা। শেষ ৫ বারের দেখায় ৩ বার জিতেছে চেলসি। হার আছে এক ম্যাচে, আর ড্র ১টি।
বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরি দুশ্চিন্তায় রাখছে চেলসিকে। ঊরুর চোটের কারণে স্কোয়াডে থাকছেন না রেস জেমস। তাই দলের নতুন সাইনিংদের ওপরই ভরসা রাখতে হচ্ছে কোচকে। স্কোয়াডে আছেন এনজো ফার্নান্দেজ, থিয়াগো সিলভার মতো ফুটবলাররা। বিশ্বকাপ কোয়ালিফায়ারে আর্জেন্টিনার হয়ে গোল পেয়েছেন ফার্নান্দেজ। সেই আত্মবিশ্বাস ক্লাবের জার্সিতেও ধরে রাখতে চাইবেন মেসির সতীর্থ। এছাড়া মইসেস কাইসোদে, নিকোলাস জ্যাকসনরাও প্রস্তুত কোচের আস্থার প্রতিদান দিতে।
এদিকে, প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে এভারটনের মুখোমুখি হবে আর্সেনাল। নতুন মৌসুমটা দারুণ শুরু করেছে গানাররা। ইপিএলের সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় মিকেল আর্টেটার দল। শুধু তাই নয়, ৪ ম্যাচে একটিতেও হারেনি গেলো বারের রানার্সআপরা। জয়ের এই ধারাবাহিকতা এভারটনের বিপক্ষে বজায় রাখতে চাইবে আর্সেনাল। অন্যদিকে চার ম্যাচে এখনও জয়হীন এভারটন। মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আর্সেনাল। শেষ ৫ বারের দেখায় ৩ বার জিতেছে আর্সেনাল। আর হেরেছে ২ ম্যাচ।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০০