স্পোর্টস ডেস্ক : উপভোগ করতে পারেন না বলে ৫০ ওভারের ক্রিকেট গতবছর ছেড়ে দিয়েছিলেন বেন স্টোকস। তবে বিশ্বকাপে দলের প্রয়োজনে সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলছেন। সেখানেই সিরিজের শেষ ম্যাচ সেঞ্চুরি করলেন এই বাহাতি। ১১ বাউন্ডারি ও তিন ছক্কায় ৭৬ বলে তিন অংকে পৌছান স্টোকস। ১০৮ ম্যাচের ক্যারিয়ারের এটি চতুর্থ সেঞ্চুরি তার।
স্টোকস সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টনে। এরপর আজ করলেন নিউজিল্যান্ডের বিপক্ষে দি ওভালে। স্টোকসকে এত লম্বা সময় সেঞ্চুরির অপেক্ষায় থাকতে হতো না, যদি ২০২১ এ ভারতের বিপক্ষে ৯৯ রানে আউট না হতেন। এছাড়া দুই সেঞ্চুরির মাঝে দুটি ৮৯ রানের ইনিংসও ছিল তার। তৃতীয় সেঞ্চুরির আগে অবশ্য কম সময়েই সেঞ্চুরি পেয়েছিলেন স্টোকস। তার প্রথম সেঞ্চুরি ছিল বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ২০১৬ সালে ১০১ রান। পরের বছর দ্বিতীয় সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে রোজ বোলে।
জেসন রয়ের করা ১৮০ রানকে টপকে আজ ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর গড়ে ১৮২ রানে আউট হয়েছেন স্টোকস। স্টোকস ওয়ানডে খেলেছেন কম। ২০১১তে অভিষেক হওয়ার পর আজ খেলছেন ১০৮তম ম্যাচ। অথচ ২০১৩তে শুরু করে স্টোকস টেস্ট খেলে ফেলেছেন ৯৭টি। লম্বা ফরম্যাটে তার সেঞ্চুরি সংখ্যা ১৩টি।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০