জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আলুটিলা হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও গোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চলমান নির্মাণ কাজ মনিটরিং করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ২০২৩ইং ) মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোমতি ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অংহলা মারমা, উপ-সহকারি প্রকৌশলী মো.সাখায়াত হোসেন,হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার উপস্থিত ছিলেন।
আলুটিলা হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী শিক্ষার্থীদেরকে গাছের চারা উপহার দেন এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় চত্বরে ফলজ গাছের চারা রোপণ করেন পরে গোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চলমান নির্মাণ কাজ মনিটরিং করে শতভাগ গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।
কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৩/সকাল ১০.৩৬