বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা। রীতিমতো হইচই ফেলে দিয়েছে গোটা দুনিয়ায়। ছবিতে শাহরুখের অ্যাকশন অবতার আর দ্বৈত চরিত্রের এমন অভিনব উপস্থিতি আগে দেখেনি দর্শক। ছবির সংলাপ থেকে দৃশ্য-সবই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।
এবার ছবিটি সম্পর্কে জানা গেল অজানা তথ্য। আর সে তথ্য জানালেন, ‘জাওয়ান’-এ শাহরুখের ডামি হিসেবে অভিনয় করা প্রশান্ত ওয়ালদে। তিনি শাহরুখের বডি ডাবল হিসেবে ১৭ বছর ধরে কাজ করছেন। তিনি জানান, এই প্রথমবার এরকম প্রস্থেটিক মেকআপ নিয়েছেন। ন্যাড়া লুকে ধরা দিয়েছেন। তার কথায়, ‘আমার জীবনে প্রথমবার এমন প্রস্থেটিক মেকআপ করেছি। এই লুকে প্রায় এক মাস শুট করেছি। কেমিক্যাল ব্যবহার করা হতো বলে রীতিমত গা জ্বলত আমার। কিন্তু একদিন পরপর করা হতো বলে খুব একটা সমস্যা হতো না। তবে আমার পরিবার বেশ মজা পেয়েছিল এই লুক দেখে।’
একটি দৃশ্য রয়েছে যেখানে শাহরুখ তার চেহারার বাবাকে জড়িয়ে ধরে আছেন এবং শুটিং চলাকালীন একটি খুব মজার ঘটনা ঘটেছিল। যখন শাহরুখ তার তরুণ গেটআপে ছিলেন, আর প্রশান্ত ছিলেন বৃদ্ধরূপে ছিলেন প্রশান্ত। ক্যামেরা দিয়ে শুধুমাত্র শাহরুখের ক্লোজ-আপ শট নেওয়ার জন্য এটি করা হয়েছিল। প্রশান্ত জানান, শাহরুখ জাওয়ানে বিভিন্ন লুকে অভিনয় করেন যার কারণে তাদের প্রতিদিন প্রস্তুতি নিতে হয়েছিল। তিনি উল্লেখ করেছেন যে, একদিনে মাত্র দুটি চেহারার শুটিং হয়েছে।
এই মেকআপ করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা হতো, এমন প্রশ্নে প্রশান্তের উত্তর, ‘ভীষণ নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। ব্যান্ডেজের শেড যেন বদলে না যায় সে বিষয়ে খুব খেয়াল রাখা হতো। বয়স্ক সাজানো হয়েছিল যখন সেই লুক বা মেকআপ যাতে একই থাকে সেই বিষয়েও বিশেষ নজর দেওয়া হতো। অ্যাটলি স্যার প্রতিটা বিষয়ে নজর দিতেন।’
এরপর ছবিটিতে হাসপাতালে বোম্ব ব্লাস্টের দৃশ্য প্রসঙ্গে তিনি জানান, সরকারি হাসপাতালের মধ্যে যে ব্লাস্ট সিন দেখানো হয়েছে সেটা খুব ঝুঁকিপূর্ণ ছিল। ১৮ সেকেন্ডের মধ্যে ২৮ টা ব্লাস্ট করা হয়েছে। আমাদের যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। যা ভয়াবহ সব ব্লাস্ট হয়েছিল, কী বলব! সেখানে একসঙ্গে অনেক ক্যামেরা সেটাপ ছিল। পুরো দৃশ্য ওয়ান টেক শটে নেওয়া হয়েছিল। শেষ দৃশ্যে একবার বিক্রম একবার আজাদকে দেখানো হয়েছিল কোনটা কে করেছিল তখন? উত্তরে তিনি বলেন, ‘কখনও শাহরুখ ভাই আজাদের চরিত্র করত, কখনও বিক্রম রাঠোরের। উনি যেটা করতেন তার উল্টো চরিত্রটা আমি করতাম।’
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’। মুক্তির তিন দিনেই বিশ্বব্যাপী ৩৫০ কোটি আয় করেছে ছবিটি। এতে বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে দেখা গেছে দীপিকা পাডুকোন ও নয়নতারাকে। আরও অভিনয় করেছেন বিজয় সেথুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সঞ্জীতা, সুনীল গ্রোভার প্রমুখ।
কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১৮