স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৬তম আসরের ৯ম ম্যাচে মুখোমুখি এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
রোববার সুপার ফোরের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রোহিত শর্মা উইকেট ধরে খেলার চেষ্টা করলেও অন্য প্রান্তে তরুণ ওপেনার শুভমান গিল শুরু থেকেই একের পর বাউন্ডাির হাঁকাতে থাকেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ৬১। ৪১ ও ১৮ রানে ব্যাট করছেন রোহিত শর্মা ও শুভমান গিল।
কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৫