এদিকে লিগ ওয়ান ও সৌদি প্রো লিগের মধ্যেও তুলনা টেনেছেন নেইমার। যেখানে সরাসরি না বললেও পরোক্ষভাবে লিগ ওয়ানের থেকে সৌদি লিগকেই ভালো বলতে চেয়েছেন তিনি।
ইউরোপ ছেড়ে সৌদি লিগে পাড়ি দেওয়ার বিষয়ে জানতে চাইলে নেইমার এভাবে বলেন, ‘আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, সৌদি আরবেও ফুটবল একই রয়েছে। সেখানেও বলের আকৃতি গোল…। এখানেও বড় বড় তারকা ফুটবলাররা আছে। আর এগুলোর ওপর নির্ভর করেই আমি সেখানে গিয়েছি।’
এরপর নেইমার যোগ করেন, ‘লিগ ওয়ানের চেয়ে এটা ভালো নাকি ভালো না, এটা আমি জানি না।’ এভাবে অবশ্য নেইমার বললেন ঠিকই। তবে দুই লিগের মধ্যে তুলনায় তার ভোটটা যে আসলে সৌদি লিগের প্রতিই, সেটা তো পরিষ্কারই।
নেইমার আরও বলেন সৌদি লিগে শিরোপা জয়ই তার একমাত্র লক্ষ্য, ‘আমি আল হিলাল হয়ে শিরোপা জিততে চাই। আমার লক্ষ্যে কোনো পরিবর্তন হবে না। আমি যখন ফ্রান্সে গেলাম, তখনও অন্য লিগের সঙ্গে তুলনায় লোকজন একই কথা বলেছে (লিগ ওয়ান সহজ)। কিন্তু সেখানেই আমি শিরোপা জিততে সবচেয়ে বেশি কষ্ট করেছি।’
যোগ করেন, ‘আমি নিশ্চিত সৌদি চ্যাম্পিয়নশিগ জেতাও সহজ হবে না। অন্য দলগুলোও বেশ শক্তিশালী ও বিখ্যাত খেলোয়াড় রয়েছে। লিগটা খুব আকর্ষণীয় হবে এবং আশা করি আপনারা এটা দেখবেন।’
বাংলাদেশ সময় শনিবার সকালে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। বুধবার খেলবে পেরুর বিপক্ষে। নেইমার যদি খেলতে পারেন এবং কোনোটিতে গোল পান, ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা শুধুই একার করে নেবেন। পেছনে ফেলে দেবেন পেলেকে।
নিজেকে শতভাগ ফিট না বললেও নেইমারের কথায় মনে হচ্ছে বলিভিয়া ও পেরুর বিপক্ষে খেলবেন তিনি, ‘আমি ভালো অনুভব করছি, সব মিলিয়ে খুশি আমি, তবে অবশ্যই শতভাগ ফিট না। তবে আমার মাথা ও শরীর ঠিক আছে।’