মাটিরাঙ্গায় ফেনী নদীতে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
Update Time :
শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
১৭১
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফেনী নদীতে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (০৮ সেপ্টেম্বর ২০২৩ইং ) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অযোধ্যা বিওপির পাশে নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদীতে অর্ধগলিত হাতে পায়ে শিকল দিয়ে তালা মারা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করছে মাটিরাঙ্গা থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার সকালে ফেনী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয়।
পরে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা মরদেহটি নদীতে ভাসতে ভাসতে অযোধ্যা বিওপির পাশে নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদীর ব্লকের সাথে পড়ে আছে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া ফেনী নদীতে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়াধীন রয়েছে।