বিনোদন ডেস্ক : কর্মজীবনের একেবারে গোড়ার দিকে শাহরুখ খানের সঙ্গে ছবিতে কাজ করার সুযোগ ছেড়েছিলেন করিনা কপূর খান। কর্ণের প্রশ্নে নিজের সিদ্ধান্তের নেপথ্যের কারণ খোলসা করলেন করিনা।
বলিউড বাদশাহ শাহরুখ খান, যার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন নায়িকারা। যেখানে সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি মুখার্জি বলেছিলেন, এই বয়সে এসেও তিনি শাহরুখের সঙ্গে প্রেমের ছবিতে অভিনয় করতে চান তিনি। সেখানে সেখানে এই নায়কের সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন কারিনা কাপুর।
২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসাবে পা রাখেন কারিনা। প্রথম ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধেছিলেন। পরের বছরই শাহরুখের সঙ্গে দু’টি ছবিতে কাজ করেন কারিনা। ‘অশোকা’ ও ‘কাভি খুশি কাভি গাম’। ‘অশোকা’ ছবিতে শাহরুখের সঙ্গেই জুটি বেঁধেছিলেন কারিনা। তবে করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে শাহরুখের শ্যালিকার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
‘কাল হো না হো’ ছবিতে নয়নার চরিত্রের জন্য প্রীতি জিন্তার আগে কারিনাকেই ভেবেছিলেন করণ। তার পরেও ওই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নায়িকা। কেন? এক অনুষ্ঠানে কারিনাকে এই প্রশ্নই করেন করণ। প্রায় কাঁদো কাঁদো হয়ে কারিনা জানান, নিজের ওই সিদ্ধান্তের জন্য নাকি এখনো হাত কামড়ান তিনি।
কারিনার কথায়, ‘আমি জানি না তখন আমি কী ভেবে না বলেছিলাম। হয়তো লোভে পড়ে মাথায় জেদ চেপে গিয়েছিল। তবে যেটা আমার সব থেকে খারাপ লেগেছিল, আমার সঙ্গে তোমার বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছিল এক-দেড় বছরের জন্য।’ করণের পাল্টা প্রশ্ন, কারিনা কি কখনো ছবিতে ফিরে আসার জন্য তাকে ফোন করার কথা ভেবেছিলেন। কারিনার উত্তর, ‘অবশ্যই। তত দিনে যদিও প্রীতি ওই চরিত্রের জন্য চূড়ান্ত হয়ে গিয়েছিলেন। আমার মনে হয় আমি আরও ভাল কাজ করতে পারতাম নয়না চরিত্রে।’
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘কাল হো না হো’ ছবির জন্য যে অঙ্কের পারিশ্রমিক দাবি করেছিলেন কারিনা, তা দিতে রাজি হননি করণ। সেই কারণেই নাকি ছবি থেকে সরেছিলেন বেবো। পারিশ্রমিক সংক্রান্ত ভুল বোঝাবুঝির প্রভাব পড়েছিল তাদের বন্ধুত্বেও।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৪