বিনোদন ডেস্ক : শোবিজের বেশিরভাগ তারকাই ব্যস্ত। কেউ নাটক-সিনেমায়, কেউবা ওটিটিতে। সেদিক থেকে পর্দায় উপস্থিতি কমে গিয়েছে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। একটা সময় যাকে মাসের ত্রিশ দিনই শুটিংয়ে দেখা যেত, এখন তাকে খুঁজতে হয় আতশ কাঁচ নিয়ে!
সর্বশেষ অভিনেত্রীকে দেখা গেছে ‘আমি কী তুমি!’ ওয়েব সিরিজে। সিরিজটিতে যমজ চরিত্রে হাজির হয়ে দর্শকদের তুমুল প্রশংসা কুড়িয়েছেন মেহজাবীন। এরপর আর কোনো নতুন কাজে পাওয়া যায়নি তাকে। এরমধ্যে শোনা গেছে, মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নির্মিত ‘মিনিস্ট্রি অব লাভ’-এর একটি প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন তিনি। তবে অভিনেত্রী জানালেন, ভিন্ন কথা।
মেহাজাবীন চৌধুরী বলেন, ‘এটা নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলতে পারছি না। আমাকে ফারুকী ভাইয়া কিছু গল্প শুনিয়েছিলেন কিন্তু কার গল্প বা পরিচালনা সেসব বিষয়ে এখনো কিছু জানি না। আমি যতদূর জানি, এই প্রজেক্টটা দুই বছরের জন্য। এখনো তো অনেক সময় বাকি আছে। কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। একটা প্রজেক্ট করা হতে পারে তবে সেটি এখনো জানানোর সময় আসেনি।’

ভক্তরা সবসময় চায়, যেন বেশি বেশি কাজ করি। যেসব গল্প পাই দেখা যায় সেসব গল্পে বা চরিত্রে অনেক আগেই কাজ করেছি। যেসব গল্পে আগে কাজ করিনি, নতুনত্ব আছে, চ্যালেঞ্জ আছে সে ধরনের গল্পের জন্য অপেক্ষা করি। পছন্দ মতো গল্প, চরিত্র তো পাওয়া যায় না সবসময়। আর সবসময় একই স্রোতে কাজ করাও সম্ভব না। কাজ করলে বুঝেশুনে করতে হবে।
অভিনেত্রী জানান, এখন বাসাতেই সময় কাটছে তার। কোনো শুটিং করছেন না। মাঝে একটু অসুস্থ ছিলেন। ডেঙ্গু পরীক্ষা করিয়েছিলেন। নেগেটিভ এসেছে। তবে এখন বেশ ভালো আছেন। সিনেমা, সিরিজ দেখে সময় পার করছেন।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮