বিনোদন ডেস্ক : এক সময়ের তুমুল ব্যস্ত অভিনেত্রী আনিকা কবির শখ হুট করেই হারিয়ে যান শোবিজ থেকে। কেউই তাকে খুঁজে পাচ্ছিল না! পরে জানা যায়, তিনি বিয়ে করে সংসার করছেন। এরপর সেই সংসার ভেঙে যায়। নিজেকেও গুটিয়ে নেন তিনি। এরপর আবার বিয়ে করেন। সেই সংসারে সন্তান আসে। তাকে ঘিরেই কাটছিল সময়।
দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেছিলেন অভিনয়ে। তবে খুব একটা সুবিধা করতে পারেননি। স্বামী, সংসার, সন্তান সামলে এখন মাঝে মাঝেই হাজির হন পর্দায়। অভিনয় করেন, পাশাপাশি স্টেজ শো করছেন শখ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, হতাশা থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বিরতি নেওয়া প্রসঙ্গে শখ বলেন, ‘যাদের কাছের মানুষ ভাবতাম, তাদের কারণে বিরতি নিতে বাধ্য হয়েছি। কারণ, ওই সময়ে আমার সঙ্গে একটা ডিজাস্টার হয়। ওই সময় আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছিল। ফোনও হারিয়ে ফেলেছিলাম। বাধ্য হয়ে নিজের ব্যবহৃত নম্বরটিও পরিবর্তন করতে হয়েছিল। সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করতে করতে আমি ভীষণ হতাশ হয়ে পড়ি। তবে আমি বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না।’
এখন নিয়মিত কাজ করছেন শখ। তিনি বলেন, ‘নিয়মিত কাজের পাশাপাশি উৎসব আয়োজনেও এখন আমি থাকছি।’ শখ আরও বলেন, ‘খালি মাঠে সবাই গোল করতে পারে। ভরা মাঠে পারে না। আমি গোল দিয়েছি ভরা মাঠে। আমি বিশ্বাস করি, যে প্লেয়ার, সে সব সময় খেলতে পারে।’
আনিকা কবির শখ ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা নিলয় আলমগীরকে। সে সংসার খুব বেশিদিন টেকেনি। এরপর তিনি বিয়ে করেন রহমান জনকে। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে, নাম আনাহিতা রহমান আলিফ।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮