খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ৩০ আগস্ট বুধবার আলোচনা সভা, দোয়া মাহিফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা পরিষদের সদস্য বোরহান মুন্সীসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় রফিকুর ইসলাম কোতোয়াল বলেন, আমরা আওয়ামীলীগের রাজনীতি করি। দলের মাঝে বিভাজন সৃষ্ঠি না করে দলকে শক্তিশালী করতে কাজ করব। দল আমাকে ছাড়া অন্য কাউকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনীত করলে আমি তার পক্ষে কাজ করব। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমার কাছে ফরজের মত।
আমি ছাত্র রাজনীতি থেকে শুরু কারে আজ পর্যন্ত দলের সাথে আছি। দলীয় সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোন ইচ্ছা বা ক্ষমতা আমার নাই। আমি আশা করব সকলকে দলীয় সিদ্ধান্ত মেনে দলের স্বার্থে কাজ করার জন্য। আমার রক্তে কোন ভেজার নাই। যারা আমার রক্ত নিয়ে প্রশ্ন তুলছেন তাদের রক্ত পরীক্ষা করা দরকার। ভয়ভীতি দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। একবার জন্ম গ্রহণ করেছি আর একবারই মৃত্যুবরণ করব। আপনাদের রক্ত চক্ষুর ভেয়ে পিছপা হব না।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৪