বিনোদন ডেস্ক : বরাবর দুই মাস পর শুটিংয়ে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। গত শনিবার রাজধানীর উত্তরায় ‘আঁধারের ফুল’ শিরোনামে একটি নাটকে অংশ নেন। পথিক সাধন পরিচালিত এ নাটকটিতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির।
অনেক দিন পর শুটিংয়ে অংশ নেওয়া প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে দেশ রূপান্তরকে ফারহান আহমেদ জোভান বলেন, ‘অন্যান্য বারও বিরতি নিই কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে। আমারও মনে হয়েছে, একটু বিরতি দরকার। নাহলে ব্যাপারটা একঘেয়েমি হয়ে যাচ্ছিল। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি মাসে পনেরো দিন কাজ করব আর বাকি দিন বিশ্রামে থাকব। পরিবারকে সময় দেব।’
আপনার সহশিল্পীদের সবাই যেখানে ওটিটি নিয়ে ব্যস্ত সেখানে আপনি নাটকেই থিতু। ওটিটিতে কবে দেখা যাবে, এমন প্রশ্নে জোভান বলেন, ‘আমার কাছে নাটকটাই সব। যেখান থেকে এত কিছু পেয়েছি সেটা ছাড়তে চাই না। আরও স্পষ্ট করে যদি বলি, এখন যারা ওটিটিতে কাজ করছেন তারা তো এক সময় নাটকই করতেন। কিন্তু এখন তারা ওটিটিতে গিয়ে নাটককে আন্ডারএস্টিমেট বা অবজ্ঞা করছেন। যেন নাটক কিছুই না। অথচ তারা নাটক থেকেই কিন্তু সবকিছু পেয়েছে। এসব কারণে আরও ইচ্ছা করে না।’
কাকে নিয়ে এসব বলছেন? এমন প্রশ্নে জোভানের উত্তর, ‘কিছুদিন আগে ‘জানেমান তুই আমার’ নামে একটা নাটক প্রচার হয়েছে। কিন্তু নাটক বলে এটা নিয়ে আমার যিনি সহশিল্পী তিনি কোনো প্রচারণাই করছেন না। দিতে হবে এজন্য হয়তো নাটকটা একবার শেয়ার করেছেন। আর কোনো পোস্ট নেই এটা নিয়ে। অথচ ওটিটির কাজ নিয়ে তিনি কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন, সেটা নিজের কাজ না হলেও। এটা কোন ধরনের কাজ হলো! এখন ওটিটির কাজ করেন বলে নাটককে অবজ্ঞা করেন। আমাকে প্রযোজক, পরিচালক ফোন দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু এখানে আমি কী করতে পারি! এই বিষয়গুলো মোটেও ভালো নয়।’
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২১