ডেস্ক নিউজ : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজার থেকে চরঘোড়ামারা চৌরাস্তা পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার উপস্থিতে নিম্নামানের ইট, বালু, পুরাতন খোয়া দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে জানা গেছে, আইআরডি প্রকল্পের আওতায় ৮৪ লাখ ১৬ হাজার ৫৯৯ টাকা ব্যয়ে রায়গঞ্জ বাজার থেকে চর ঘোড়ামারা চৌরাস্তা পর্যন্ত এক কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণের কর্যাদেশ পায় ঈশ্বরগঞ্জ উপজেলার ঠিকাদারী প্রতিষ্ঠান পিএইচ এন্টারপ্রাইজ। গত বছরের ১ ডিসেম্বর কাজ শুরুর কথা থাকলেও তা হয়নি। চলতি বছর জুন মাসে কাজ শেষ করার কথা। তবে আগস্ট শেষ হয়ে এলেও কাজ এখনো অনেক বাকি।
দশ ফুট প্রস্থের এ সড়কের নিচে প্রথমে ১০ ইঞ্চি বালু, ছয় ইঞ্চি বালু-সুড়কির মিশ্রণ ও শেষে ছয় ইঞ্চি সুড়কি দেওয়ার কথা বলা আছে কার্যাদেশে। তবে জানা গেছে এর সবই নিম্নমানের। এ ছাড়া সড়কের পাশে নিম্নমানের ইটের গাঁথুনি দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কে দেওয়া হয়েছে ভিটাবালু, রাবিশ মিশ্রিত নিন্মমানের ইটের খোয়া। রোলার করা হয়নি। একজন সরকারি লোকের সামনে কীভাবে পুরাতন ইটের খোয়া দিয়ে নতুন সড়ক নির্মাণ করতে পারে, এটা আমাদের বোধগম্য নয়।
সিংজানী গ্রামের সুনীল ভৌমিক জানান, হাতের আঘাতেই ভেঙে যাচ্ছে ইট। জীবনেও এ রকম রাস্তা নির্মাণ করতে দেখিনি। তিন মাস যেতে না যেতে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভবনা রয়েছে। গতকাল (সোমবার) ইঞ্জিনিয়ার কাজ বন্ধের নির্দেশ দিলেও মঙ্গলবার ভোর থেকে তড়িঘড়ি কাজ শুরু করে দেন ঠিকাদার।
সিংজানী গ্রামের আব্দুল হান্নান সরকার জানান, সোমবারও সাংবাদিক এসেছিল, পরে কাজ বন্ধ করে দিয়েছিল। এলজিইডি অফিসের কর্মকর্তার সামনে পুরাতন ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মাণ করে সরকারের দুর্নাম হচ্ছে। এ রকম কাজ জীবনে দেখিনি। আমাদের গ্রামের দীর্ঘদিনের দাবি ছিল, এ সড়ক পাকা করার।
এ বিষয়ে পিএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আল আমিনের ব্যবহৃত ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা এলজিইডি অফিসের কার্যসহকারী (প্রকল্পের তদারকি কর্মকর্তা) খাইরুল ইসলাম ‘কাজ বন্ধ রাখছি আপনি একটু এই দিকে আসেন’ বলে মোবাইল সংযোগটি কেটে দেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেবকে কল করা হলে তিনি ‘একটি মিটিংয়ে আছি, পরে কথা বলব’ জানিয়ে সংযোগটি কেটে দেন।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ৯:১৮