শ্রীলঙ্কা ও পাকিস্তানে আগামীকাল থেকে শুরু হবে এশিয়া কাপ। ভারত তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। ‘এ’ গ্রুপে থাকা দলটি আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। দুদিন পর একই ভেন্যুতে গ্রুপের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। এই দুই ম্যাচের কোনোটিতেই রাহুলের খেলা হবে না।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ডে করা এক পোস্টে রাহুল দ্রাবিড়কে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘লোকেশ রাহুল সত্যিই বেশ ভালোভাবেই উন্নতি করছে। কিন্তু ভারতের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নেপালের বিপক্ষে সে খেলতে পারবে না।’
গ্রুপ পর্ব পেরিয়ে ভারত সুপার ফোরে খেললে সেখানে রাহুলকে পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার। আপাতত রাহুলকে রেখেই মঙ্গলবার শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রাহুলের পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকবে। ৪ সেপ্টেম্বর রাহুলের অবস্থার ফের মূল্যায়ন করা হবে বলে দেশ ছাড়ার আগে বেঙ্গালুরুতে সংবাদিকদের জানিয়েছেন দ্রাবিড়।
ভারতের হয়ে ৪৭টি টেস্ট, ৫৪টি ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টি খেলেছেন রাহুল।