স্পোর্টস ডেস্ক : ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও এশিয়া কাপের দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এই ব্যাটারের বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনকে স্ট্যান্ডবাই তালিকায় রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই। এখন জানা গেল, এশিয়া কাপের গ্রুপ পর্বে দর্শক হয়েই থাকতে হচ্ছে রাহুলকে।
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ ও নেপালের বিপক্ষে ম্যাচটিতে ৩১ বছর বয়সী ব্যাটারকে দলের বাইরেই রাখছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তার জায়গায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটিতে দলে থাকতে পারেন উইকেটকিপার ব্যাটার ইশান কিশান।
রাহুল দ্রাবিড়। ছবি: আইসিসি
রাহুলের না খেলার বিষয়টি নিশ্চিত করে দ্রাবিড়ের দেওয়া বক্তব্যটি টুইট বার্তায় প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দ্রাবিড় বলেছন, ‘লোকেশ রাহুল বেশ ভালোভাবে উন্নতি করলেও ভারতের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নেপালের বিপক্ষে সে খেলতে পারবে না।’
সেই হিসেবে ভারত যদি সুপার ফোরে ওঠে, তবেই এশিয়া কাপে মাঠে নামতে পারবেন রাহুল। এদিকে রাহুলকে নিয়ে উৎকণ্ঠা বাড়লেও শঙ্কা কেটে গেছে শ্রেয়াস আইয়ারকে নিয়ে। ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরছেন আইয়ার। সবকিছু ঠিক থাকলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেই তাকে মাঠে দেখা যাবে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর ৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল।