জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের দশম ব্যাচের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২০২৩ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ২৯ আগস্ট( ২০২৩) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ
চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান।
ওরিয়েন্টেশন বক্তব্যে ড. আতিউর রহমান বিশ্বিবদ্যালয়ের গন্ডির বাইরে গিয়েও শিক্ষার্জনের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন হতে বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন তিনি। তিনি আরও বলেন,” শিক্ষার্থীদের সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্বের ওপর জোর দিতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলি সম্পন্ন ভালো মানুষ হতে হবে”।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জিয়া রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,”ক্রিমিনোলজি বিভাগ একটি পরিবারের মতো, যেখানে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক রয়েছে। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি ক্রিমিনোলজি বিভাগ গড়ে উঠার ইতিহাস তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ববিদ্যালয়ের এবং দেশের উন্নতি সাধনের কথা জানান । পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রতিও জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারপারসন শাহারিয়া আফরিন নবীন শিক্ষার্থীদের বিভাগে আমন্ত্রণ জানান ও ডিপার্টমেন্টের বিদ্যমান সুযোগ-সুবিধা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তাছাড়া বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আদর্শ মানুষ হবার শিক্ষা ও চেতনা নিয়ে পরিবার, সমাজ ও দেশের জনগণের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে তিনি শিক্ষার্থীদের উদাত্ত আহ্বান জানান।
বিভিন্ন অপরাধের কারণ, গবেষণা ও প্রতিরোধ বিষয়ে ক্রিমিনোলজি বিভাগ কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবীন বরণের আনুষ্ঠানিকতা শেষে বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একত্রে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন।নবাগত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে পরিচয় ঘটানো এবং ঐতিহাসিক মর্যাদা উপলব্ধি করানোর লক্ষ্যে নান্দনিক এক “ক্যাম্পাস ট্যুর” এর আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা বাস যোগে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান (স্বাস্থ্য সেবা কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, কেন্দ্রীয় পাঠাগার) ভ্রমণ করে। এমন অভিনব ও ভিন্নধর্মী নবীন বরণে আনন্দিত শিক্ষার্থীরা।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৫