স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক এমএ রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারুক আহমেদ।
সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় এমএ রাজ্জাকের জিবনীর ওপর আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম, অধ্যাপক বোরহান উদ্দিন জাকির প্রমুখ। পরে প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযমের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৪