ডেস্ক নিউজ : সোমবার (২৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে রমনার আইইবি চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান ১৯৭৫ সালে শেখ হাসিনাকে মারতে পারেনি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তার ছেলে তারেক রহমান।
তিনি বলেন, পলাশীর প্রান্তরে বাঙালিকে যে মীরজাফরের দল পরাজিত করেছিল, তেমনি ৭৫ এ জিয়া-মোস্তাকগং পরাজিত করে বাঙালিকে। বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে, লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না, বিএনপির আন্দোলনে জনগণ নেই আছে কেবল নেতাকর্মী।
তিনি আরও বলেন, জনগণ যে আন্দোলনে নেই সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি। বাংলাদেশেও হবে না।বিএনপি নেতাদের উদ্দেশ করে কাদের বলেন, রাজনীতি করুন, তবে ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়ালে খবর আছে।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১৮