বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে মাত্র দুই মৌসুম ছিলেন লিওনেল মেসি। তাতেই হাঁপিয়ে উঠেছিলেন। প্যারিসের সড়কে তার বিরুদ্ধে বিক্ষোভ, বাড়ির সামনে হাঙ্গামা আর গ্যালারি থেকে সমর্থকদের দুয়ো- সবই শুনতে হয়েছে তাকে। এসব ঝঞ্জাট থেকে মুক্তি পেতে নাম লেখান ইন্টার মায়ামিতে। সেখানে তার পারফরম্যান্সই বলে দেয়, তিনি যে হাফ ছেড়ে বেঁচেছেন।
ব্রাজিলিয়ান তারকা নেইমারও হাঁপিয়ে উঠেছিলেন। অবশ্য তার একটু বেশি সময় লেগেছে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন ট্রান্সফার বিশ্ব রেকর্ড গড়ে। ছয় মৌসুম পর এবার প্যারিস ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। নাম লিখিয়েছেন আল হিলালে।
আর্জেন্টাইন অধিনায়ক ও ব্রাজিলিয়ান তারকাকে নিয়েও হাঁপিয়ে উঠেছিল পিএসজির সমর্থকেরা! সময়ের অন্যতম সেরা দুই তারকা প্যারিস ছাড়ার পরও নিজেদের কর্মকাণ্ডে সেটাই বুঝিয়ে দিয়েছে তারা। শনিবার লাসের বিপক্ষে দলটির ম্যাচের আগে আলোচনা হচ্ছিল এমবাপ্পেকে কিভাবে নেবে সমর্থকরা। কিন্তু তাকে নিয়ে কোনো ঝামেলা করেনি তারা। উল্টো ক্লাব ছেড়ে যাওয়া নেইমারকে একহাত নিয়েছে পিএসজির কট্টর সমর্থকগোষ্ঠী।
নেইমার চলে যাওয়ায় তারা যে খুশিই হয়েছে, সেটা বোঝাতে বিশাল একটি ব্যানার নিয়ে এসেছিল পিএসজির সমর্থকদের একটা অংশ। ব্যানারে লেখা ছিল, ‘নেইমার: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।’
এখানেই শেষ নয়, মায়ামিতে পিএসজির সমর্থকেরা ইন্টার মায়ামির ডিএনভি পিএনকে স্টেডিয়ামের বাইরে ব্যানার নিয়ে হাজির হয়েছিল। সেখানে লেখা ছিল, ‘মেসি: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।’