আন্তর্জাতিক ডেস্ক : একুশ শতকের গোড়ার দিকেও লন্ডন থেকে নিউইয়র্কে পৌঁছাতে সময় প্রয়োজন হতো সাত থেকে আট ঘণ্টা। বর্তমানে তা এসে দাঁড়িয়েছে পাঁচ ঘণ্টায়। আর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কল্যাণে নিউইয়র্ক থেকে লন্ডনে পৌঁছানো যাবে মাত্র ৯০ মিনিটে।
নাসা তার কোয়েস্ট মিশনের অংশ হিসাবে এক্স-৫৯ নামক ‘শান্তিপূর্ণ’ সুপারসনিক বিমান তৈরি করছে। ম্যাক ৪ এ ভ্রমণকারী একটি জেট সম্ভাব্য ৯০ মিনিটের মধ্যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবে। পরবর্তী গবেষণায় উচ্চগতির ভ্রমণের ডিজাইন তৈরি, এর সম্ভাবনা, ঝুঁকি ও চ্যালেঞ্জের রূপরেখা অন্বেষণ আর প্রয়োজনীয় প্রযুক্তির জন্য কোম্পানিগুলোতে চুক্তিবদ্ধ করার কাজ চালানো হবে। গবেষণায় কাজ করবে দুটি দল। একটি বোয়িংয়ের নেতৃত্বে আর অন্যটি নর্থরপ গ্রুম্যান অ্যারোনটিক্স সিস্টেমস।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৫