স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের ফুটবলের রমরমা বাজারে ইতোমধ্যেই তারার হাট বসেছে। সেখানে এবার যেতে চান লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। ইতোমধ্যে তিনি সেই আগ্রহের কথা জানিয়েছেনও ক্লাবকে। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে চ্যাম্পিয়নস লিগজয়ী এই তারকাকে পেতে চায় আল ইত্তিহাদ। তার জন্য চড়া দামও হাকিয়েছিল তারা। তবে ‘লাল’দের কোচ জার্গেন ক্লপ সেটা উড়িয়ে দিয়েছিলেন। সালাহকে নিজেদের সেরা শক্তি জানিয়ে বলেছিলেন, তাকে ছাড়ার প্রশ্নই ওঠে না।
কিন্তু তাতে দমে যায়নি সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ। নতুন খবর—সালাহর জন্য ১০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব নিয়ে আসছে তারা। সালাহকেও মোটা অঙ্কের বেতন দেবে তারা। এ খবরটি দিয়েছেন স্পোর্ত ইতালিয়া পত্রিকার সাংবাদিক রুডি গালেত্তি। একই সঙ্গে তিনি টুইট করেছেন, সালাহ লিভারপুলকে জানিয়ে দিয়েছেন—নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি সৌদি আরবে যেতে চান।
শেষ পর্যন্ত কি সালাহকে ছাড়বে লিভারপুল? যে লোভনীয় প্রস্তাব নিয়ে আসছে ইত্তিহাদ, না ছেড়েও কি উপায় থাকবে! তবে চলতি বছরের দলবদলের বাজারটা একটু অস্বাভাবিকই। এখানে শেষ পর্যন্ত কি হবে তা আন্দাজ করা খুব কঠিন।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০০