ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে অসহায় এক বিধবার ৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে লাইব্রেরী ব্যবসায়ী। পৌর এলাকার কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগমের কাছ তিনবছর পূর্বে শহরের চৌমাথার সিটি লাইব্রেরির সত্বাধিকারী সালাম ও তার দুই ভাই হান্নান ও আলম তাদের প্রয়োজনের কথা বলে কৌশলে বিভিন্ন সময় এ টাকা নিয়ে যায়। অভিযোগে সুত্রে জানাযায়, পারিবারিক পুর্ব সম্পর্কের সুত্র ধরে ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে পৌর এলাকার কৃষ্ণকাঠি ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগমের কাছ ৩ বছর পূর্বে শহরের চৌমাথার সিটি লাইব্রেরির সত্বাধিকারী সালাম ও তার দুই ভাই হান্নান ও আলম কৌশলে ৪ লাখ টাকা নেন। পরে দিচ্ছে, দিবে বলে আর দেয়নি। সর্বশেষ ২০ জুলাই পুরো টাকা পরিশোধ করবে বলে পুনরায় ব্যুরো বাংলাদেশ সমিতি ও জাতীয় সঞ্চয়পত্র থেকে আবারও টাকা উঠিয়ে ২ লাখ টাকা হান্নান ও তার ভাইদের দেন রুনা বেগম। এ সংক্রান্ত পরে আর সে টাকা দিবে বলে আর না দিয়ে তাল বাহানা শুরু করে। পরে টাকা না দিয়েই বই লাইব্রেরী রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় মঙ্গলবার একটি অভিযোগ দিয়েছেন রুনা বেগম। দির্ঘদিন অনেক খুজেও তার কোন হদিস
পাওয়াা যায়নি। রুনা বেগম আরও বলেণ, এভাবে অনেকের টাকা সে প্রতারণা করে নিয়েছে। হান্নান ও তার ভাইদের কাছ থেকে টাকা উদ্ধার করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে তিনি তার ৫ সন্তান নিয়ে অর্ধাহারে জীবনযাপন করছেন। এ বিষয়ে জানতে সিটি লাইব্রেরীর সত্বাধিকারী হান্নানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়ায় তার কোন বক্তব্য
পাওয়া যায়নি। তবে তার তার ভাই বরিশাল পোষ্ট অফিসে কর্মরত আ. সালাম জানান, সর্বশেষ ২ লাখ টাকা হান্নান নিয়েছে সেটা আমি জানি। কিন্তু তার পুর্বে যে টাকা নিয়েছে তা আমার জানা নেই। আলম জানান, আমার ভাই টাকা নিয়েছে সেটা সত্যি। আর যিনি আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন, তাকে আমি চিনি না। সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, এ সংক্রান্ত একটি অবিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩৬