স্পোর্টস ডেস্ক : আক্রমণভাগে শক্তি বাড়াল ম্যানচেস্টার সিটি। বেলজিয়ামের তরুণ উইঙ্গার জেরেমি ডোকুকে দলে ভেড়াল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। রেন ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দিয়েছেন ডোকু। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই উইঙ্গারকে পেতে ৫ কোটি ৫৪ লাখ পাউন্ড খরচ হয়েছে সিটির।
২১ বছর বয়সী ডোকু এখন পর্যন্ত বেলজিয়াম জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২টি। ২০২০ ইউরো ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন। স্বদেশি ক্লাব আন্ডারলেখটের হয়ে ২০১৮ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ডোকু। ২০২০ সালের অক্টোবরে লিগ ওয়ানের ক্লাব রেনে-তে যোগ দেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে খেলেছেন ৯২ ম্যাচ, গোল করেছেন ১২টি।
গত জুলাইয়ে ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দেন রিয়াদ মাহরেজ। তার শূন্যস্থানটাই পূরণ করবেন ডোকু। খেলবেন ১১ নম্বর জার্সিতে। সিটিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ডোকু, ‘ব্যক্তিগত ও পেশাদার উভয় দিক থেকেই আমার জন্য দারুণ একটি দিন। সিটি বিশ্বের সেরা দল। তাই তাদের সঙ্গে যোগ দেওয়াটা স্পেশাল। এখানে শুরু করতে আমার আর তর সইছে না। আশা করি, এখানে সমর্থকদের আমি খুশি করতে পারব।
কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৯