স্পোর্টস ডেস্ক : হাঁটুর চোট এবাদত হোসেনকে ছিটকে দিয়েছে এশিয়া কাপের স্কোয়াড থেকে। শুরুতে ১৭ সদস্যের স্কোয়াডে থাকলেও পরে তার বদলে নেওয়া হয় তানজিম হাসান সাকিবকে। তখন বিসিবির পক্ষ থেকে জানানো হয়, লিগামেন্টে চোট পেয়েছেন এবাদত।
ছয় সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও আশানুরুপভাবে সুস্থ না হওয়ায় শেষ অবধি এশিয়া কাপ থেকে ছিটকে যান তিনি। বিশ্বকাপের আগেই তাকে ইনজুরিমুক্ত চায় বিসিবি। এজন্য এবাদতকে পাঠানো হবে বিদেশে।
এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘আমরা এবাদতকে কোথায় পাঠাবো, এখনও ঠিক করিনি। তবে সুযোগ খুঁজছি। এ মাসের মধ্যেই জানা যাবে তার পরবর্তী চিকিৎসা কী হবে। ’
তবে জানা গেছে, এবাদতের ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে হাঁটুর চিকিৎসা বেশ ভালো। একই সঙ্গে আগে থেকেই ইংল্যান্ডের ভিসাও করানো হয়েছে তার। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় পাওয়া চোট তাকে বেশ ভোগাচ্ছে।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৩০