এম,এ,রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজের বিদায়ী সংবর্ধনা করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বদলি জনিত সংগঠনের প্রধান কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতা করেন বিদায়ী ওসি সাইফুল ইসলাম সবুজ। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাংবাদিক এম এ রহিম, ধুলিয়ানি ইউনিয়নের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, সংগঠনের উপদেষ্টা প্রভাষক আব্দুল মাজিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহীন কবির, শাহরিয়ার নাফিজ, ইয়াসির আরাফাত আলিফ, আরিফুর রহমান, মনিরুল ইসলাম, রাকিব হোসেন, সোহেল রানা, মোনায়েম হোসেন, ইমন হোসেন, আবু হানিফ, আশরাফুল ইসলাম, রনি হোসেন প্রমুখ।
বিদায়ী ওসি সাইফুল ইসলাম সবুজ এক প্রতিক্রিয়ায় বলেন, উপজেলার আইন শৃংখলা সমন্বিত রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সচেষ্ট ছিলাম।তিনি বলেন চাকরী সূত্রে বদলি স্বাভাবিক একটি বিষয়। তারপরও চৌগাছার নানা স্মৃতি আমি কখনো ভুলবো না। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তাদের আগামীদিনের সফলতা কামনা করি। তারা যেন এভাবেই সবসময় মানবতার কল্যাণে কাজ করে যেতে পারে।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেন বলেন, আমরা মানবতা ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। সে জন্য সকলের সহযোগীতা কমনা করি।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:৩৪