স্পোর্টস ডেস্ক : মোটে তিন ম্যাচের জন্য দলে জায়গা পেলেও প্রথম ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পাননি রিঙ্কু। বৃষ্টি আইনে জিতে গিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে এলো সেই সুযোগ। আর সেটা ভালোভাবেই কাজে লাগালেন ভারতীয় এই ব্যাটার।
ভারত-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতের জার্সিতে ব্যাটিং করেছেন রিঙ্কু। আর আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছেন এই বাঁহাতি ব্যাটার। দলের প্রয়োজনের সময় খেলেছেন ২১ বলে ৩৮ রানের বিধ্বংসী এক ইনিংস।
অনেক প্রতীক্ষার পরে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পেরেছেন রিঙ্কু। তাই প্রথম ম্যাচে খানিকটা ভীত কিংবা নার্ভাস থাকারই কথা ছিল তরুণ এই ব্যাটারের। তবে সেসবের তোয়াক্কাই করলেন না ঘরোয়া ক্রিকেটে আলো কেড়ে নেয়া এই ব্যাটার। ব্যাটিং করলেন ঝড়ের গতিতে।
তিন ছক্কার পাশাপাশি দুটি চারের মার ছিল রিঙ্কুর ইনিংসে। ব্যাটিং করেছেন ১৮০ স্ট্রাইক রেটে। শিভাম দুবের সঙ্গে তার ৫৫ রানের জুটিটাই বড় সংগ্রহ এনে দিয়েছে ভারতকে। নির্ধারিত ২০ ওভার শেষে আয়ারল্যান্ডকে ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/রাত ১১:০০