স্পোর্টস ডেস্ক : প্রথম হিটে ইমরানুর রহমান সবাইকে পেছনে ফেলেছিলেন। বাছাই পর্বে প্রথম হয়ে মূল পর্বে উঠেছিলেন তিনি। কিন্তু সেমিফাইনালে যেতে পারেননি। তার আগেই বিদায় নিশ্চিত হয়েছে তার। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের সেরা টাইমিং না করতে পারলেও অসন্তুষ্ট নন এই অ্যাথলেট। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ইমরান বলেন, ‘হিটে প্রথম হয়েছি এটা আমাকে সামনের আসরগুলোতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। মূল রাউন্ডে অলিম্পিক স্বর্ণজয়ীর সঙ্গে দৌড়েছি এটাও দারুণ অনুপ্রেরণা আমার জন্য।’
গত মাসেই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ডে দৌড়েছিলেন ইমরান। এক মাস পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাছাই ও মূল পর্বে ইমরানের টাইমিং যথাক্রমে ১০.৫০ ও ১০.৪১। নিজের সেরা টাইমিং স্পর্শ না করতে পারার পেছনে ইমরানের ব্যাখ্যা, ‘স্প্রিন্টে এমন হতেই পারে। আমার পাশের লেনে যিনি ছিলেন জ্যাকবস (টোকিও অলিম্পিকসে স্বর্ণপদকজয়ী)। তিনি সব সময় ১০ সেকেন্ডের নিচে দৌড়ান। গতকাল তার ১০.১৭ লেগেছে। স্প্রিন্টে টাইমিংয়ের তারতম্য হতেই পারে।’
ইমরানের চোখ এখন এশিয়ান গেমসের ফাইনালে, ‘আমি এশিয়ান গেমসে পদকের জন্য লড়তে চাই। আগামী এক মাস নিজের ট্যাকনিক ও ট্যাকটিস উন্নতির চেষ্টা করব।’
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/রাত ১০:২১