বিনোদন ডেস্ক : ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে রীতিমত বাজিমাত করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। মুক্তির পর এখন পর্যন্ত ঢালিউডের ইতিহাসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছেন সিনেমাটি। ইতিহাস গড়েছে ‘প্রিয়তমা’। দেশ বিদেশে এখনো দাপিয়ে বেড়াচ্ছে প্রেক্ষাগৃহে। এরমধ্যেই নতুন খবর জানালেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। রবিবার দুপুরে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, গত ঈদের আগে বলেছিলেন প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস গড়তে। আজ বলে গেলাম শাকিব খান এবং আশরাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে ‘প্রিয়তমা’র সকল রেকর্ড।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী ঈদুল ফিতর টার্গেট করে তারা ‘রাজকুমার’ সিনেমার কাজ শুরু করবেন। ছবিটিতে শাকিব খানের নায়িকা থাকবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবার কথা রয়েছে। নির্মাতা বললেন, আমরা শিগগির আমাদের পরিকল্পনা জানাবো। এতটুকু নিশ্চিত যে আগামী রোজার ঈদে আমরা ‘রাজকুমার’ নিয়ে আসছি।
‘প্রিয়তমা’ প্রযোজনা করেন আশরাদ আদনান। এবার তিনি ‘রাজকুমার’ এর সঙ্গেও যুক্ত হবেন। তিনি জানান, ‘প্রিয়তমা’ প্রায় ৩৭ কোটি টাকার গ্রস সেল হয়েছে ছবিটির। যা ইতিমধ্যেই অলটাইম ব্লকবাস্টার। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪০