এম,এ ,রহিম চৌগাছা (যশোর ) : অপরাধীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে, আজ এক রকম কৌশল তো কিছুদিন পর অন্য রকম কৌশল অবলম্বন করে অপরাধ করে চলেছে তারা। এ কারণে আমি শিক্ষার্থীদেরকে বলবো তোমাদেরকেও চোখ কান খোলা রেখে এবং বুদ্ধিমত্তার সাথে পথ চলতে হবে। কেউ কোন লোভনীয় প্রস্তাব দিলেই তা গ্রহণ করা যাবেনা অন্তত দশবার ভাবতে হবে কেন এই লোকটা আমাকে এমন প্রস্তাব দিচ্ছেন। তার উদ্দেশ্য কি ? এটা বারবার চিন্তা করতে হবে।
রোববার (২০আগস্ট) সকালে চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় চৌগাছা থানা ওসি সাইফুল ইসলাম সবুজ এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের শারিরিক শিক্ষক রবিউল ইসলাম। বক্তৃতায় তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই অপরাধীদের থেকে অনেক বেশি বুদ্ধিমান কিন্তু তাদের সরল, নির্মল ও পরোপকারী মানিসকতার কারনে অপরাধীরা তাদেরকে বিপদে ফেলতে পারে।
এ জন্য সকল শিক্ষার্থীদের বলবো যে কোন সন্দেহ জনক বিষয় মনে হলেই সেটা অতি দ্রুত অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং পুলিশ প্রশাসনকে জানাতে হবে। বর্তমান সরকার পুরো পুলিশ বিভাগকে ৯৯৯ এর আওতায় নিয়ে এসে একটা যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তোমরা দেশের যে প্রান্তে যে কোন দুর্গম স্থানেই থাকোনা কেন ৯৯৯ এর সহায়তা পাবে।
এ ছাড়া এ উপজেলার ভিতরে কোন ঘটনা ঘটলে সরাসরি চৌগাছা থানার অফিসার ইনচার্জ এর সাহায্য নিতে পারবে। তিনি তার বক্তৃতায় শিক্ষার্থীদেরকে কিশোর গ্যাং, ইভিটজং, বাল্যবিবাহ, মাদকের কুফল, শিক্ষার্থীদের আচার আচারণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ের উপরও আলোচনা করেন।সবশেষে তিনি ছাত্রছাত্রীদেরকে ধৈয্যসহকারে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শেষ করেন।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২১