স্পোর্টস ডেস্ক : রোববার (২০ আগস্ট) বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত অলিম্পিক স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড-স্পেন।

১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপ জয়ের পর বৃটিশ মিডিয়া কিংবা ভক্তরা প্রতিটি আসরের আগেই গেয়ে ওঠেন ‘টু পকেট ইটস কামিং হোম’। তবে আক্ষেপ সঙ্গী হয় সবসময়ই। হ্যারি কেইন-বেকহ্যামরা যা পারেননি, তাই করে দেখানোর সুযোগ এসেছে হেম্প-রুসোদের সামনে।

মধ্যমাঠ লায়োনেসেসদের শক্তির বড় জায়গা। ডিফেন্সতো তো অভেদ্য, আক্রমণভাগ তারকায় খচিত। চলতি টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে ১৩ গোল দিয়েছেন লাউরেন জেমস, স্যাটেনওয়েরা। বিপরীতে হজম করেছেন তিনটি।
৩-৪-১-২ আর ৪-৩-৩। এবারের টুর্নামেন্টে দুটি ভিন্ন কৌশলে দলকে খেলিয়েছেন ইংলিশ ম্যানেজার স্যারিনা উইখম্যাম। তবে ফাইনালে স্প্যানিশ দূর্গ ভাঙতে সে কৌশলেও আসতে পারে পরিবর্তন।
শুরুটা সুইজারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে। এরপর স্নায়ুর পরীক্ষা নিলেও কোয়ার্টারে নেদারল্যান্ডস আর সেমিতে সুইডেন বৈতরণী তারা পার হয়েছে দারুণ দক্ষতায়। গ্রুপ পর্ব থেকে রোড টু ফাইনাল। ইংল্যান্ডের চেয়ে স্পেনের প্রতিপক্ষ ছিল তুলনামূলক কঠিন। যা বাড়তি সুবিধা দেবে লা-রোজাদের।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৫৩