বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে ইংল্যান্ড-স্পেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২০ আগস্ট) বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত অলিম্পিক স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড-স্পেন। 

এ যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন। মাত্র আর একটি সিঁড়ি। রোমাঞ্চ তাই যতটুকু চেপে রাখা যায়। তবে ফাইনালের মাহারণ বলে কথা। অপেক্ষা ইতিহাসের অংশ হওয়া। 

 

স্পেনের তারকা ফুটবলার সালমা প্যারালুয়েলো। ছবি : গোলডটকম
স্পেনের তারকা ফুটবলার সালমা প্যারালুয়েলো ইংল্যান্ডের ত্রাসের কারণ হতে পারেন। ছবি : গোলডটকম

১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপ জয়ের পর বৃটিশ মিডিয়া কিংবা ভক্তরা প্রতিটি আসরের আগেই গেয়ে ওঠেন ‘টু পকেট ইটস কামিং হোম’। তবে আক্ষেপ সঙ্গী হয় সবসময়ই। হ্যারি কেইন-বেকহ্যামরা যা পারেননি, তাই করে দেখানোর সুযোগ এসেছে হেম্প-রুসোদের সামনে।

England Women's World Cup fixtures 2023: Dates, times for Lionesses group  matches in Australia, New Zealand | Sporting News United Kingdom
ইংলিশ অধিনায়ক লিয়া উইলিয়ামসনও প্রস্তুত রয়েছেন। ছবি : সংগৃহীত

মধ্যমাঠ লায়োনেসেসদের শক্তির বড় জায়গা। ডিফেন্সতো তো অভেদ্য, আক্রমণভাগ তারকায় খচিত। চলতি টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে ১৩ গোল দিয়েছেন লাউরেন জেমস, স্যাটেনওয়েরা। বিপরীতে হজম করেছেন তিনটি।

Jess Carter looking focused during training.
মাঠে নামার আগে নিজেদের তৈরি করে নিচ্ছেন ইংলিশ ফুটবলাররা। ছবি : সংগৃহীত

৩-৪-১-২ আর ৪-৩-৩। এবারের টুর্নামেন্টে দুটি ভিন্ন কৌশলে দলকে খেলিয়েছেন ইংলিশ ম্যানেজার স্যারিনা উইখম্যাম। তবে ফাইনালে স্প্যানিশ দূর্গ ভাঙতে সে কৌশলেও আসতে পারে পরিবর্তন।


উত্তেজনার পারদ বাড়ছে স্প্যানিশ নারীদেরও। স্বপ্নের কারিগর মাস্টারমাইন্ড হোর্হে ভিলদা। যতটা সম্ভব দলকে রাখছেন নির্ভার। গ্রুপ সি’র থেকে নকআউট স্টেজে জায়গা করে নেয়া স্পেনের আসল রূপ সবাই দেখেছে রাউন্ড অব সিক্সটিনে।
  

Image
ফাইনালের আগে প্রস্তুতি সেরেছেন স্প্যানিশরাও। ছবি : সংগৃহীত

শুরুটা সুইজারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে। এরপর স্নায়ুর পরীক্ষা নিলেও কোয়ার্টারে নেদারল্যান্ডস আর সেমিতে সুইডেন বৈতরণী তারা পার হয়েছে দারুণ দক্ষতায়। গ্রুপ পর্ব থেকে রোড টু ফাইনাল। ইংল্যান্ডের চেয়ে স্পেনের প্রতিপক্ষ ছিল তুলনামূলক কঠিন। যা বাড়তি সুবিধা দেবে লা-রোজাদের।

শেষ পর্যন্ত সিডনির অলিম্পিক স্টেডিয়ামে যে দলই শিরোপা উঁচিয়ে ধরুক না কেন, জয়টা হবে নারী ফুটবলেরই। কারণ এবারের নবম আসর দেখেছে রেকর্ড সংখ্যক দর্শক। ফিফার আয়ও হয়েছে ৫৭ কোটি ডলার। তাইতো শুধু নতুন চ্যাম্পিয়ন পাওয়াই নয়, লক্ষ্য নারী ফুটবলের ইতিহাস রচনার। 

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit