আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসার মূল ফটকে প্রধান অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তলন করে ফিতা কেটে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আফতাব উদ্দিন সরকার। দোয়া ও মুনাজাত শেষে বিদ্যালয় মাঠে এক আলোচানা সভায় মিলিত হয়।
প্রভাষক এজাহারুল হক সাজু হুজুরের সঞ্চালনায় অত্র মাদ্রাসার সভাপতি শাহ সুফি সৈয়দ খন্দকার এরফানুল হক পীর সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজমুল আলম (বিপিএএ), সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ কবির চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ একরামুল হক বাদশা হুজুর, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শহিদ আহম্মেদ শান্তু, ইউনিয়ন আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জামিনুর রহমান, সহকারী অধ্যপক মোশারফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, ছাত্র/ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবন করা হয়েছে। শেখ হাসিনার আমলে দেশে ব্যপক উন্নয়ন হয়েছে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সারা দেশের ন্যায় এলাকায় হাজারো স্কুল কলেজ বহুতল ভবন করেছেনে মাননীয় প্রধান মন্ত্রী। শুধু বিল্ডিং সুন্দর হলে হবে না লেখাপড়াও সুন্দর করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের পরামর্শ প্রদান করেন তিনি।
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ৯:২৮