আন্তর্জাতিক ডেস্ক : মন্ত্রিসভা গঠন করলেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকর। দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইসলামাবাদের রাষ্ট্রপতি ভবনে তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। খবর দ্য ডনের। এদিন ১৬ জন ফেডারেল মন্ত্রী এবং তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী কাকর, পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নাকভি এবং অন্যরা উপস্থিত ছিলেন।
এদিন ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেন সিনেটর সরফরাজ বুগতি, জলিল আব্বাস জিলানী, শামশাদ আখতার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আনোয়ার আলী হায়দার, মুর্তজা সোলঙ্গি, সামি সাঈদ, শহীদ আশরাফ তারার, আহমেদ ইরফান আসলাম, মুহাম্মদ আলী, গোহর এজাজ, উমর সাইফ, নাদিম জান, খলিল জর্জ, আনিক আহমাদ, জামাল শাহ ও মাদাদ আলী সিন্ধি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শপথ নেন এয়ার মার্শাল (অব.) ফারহাত হোসেন খান, আহাদ খান চিমা ও ওয়াকার মাসুদ খান। গত সোমবার (১৪ আগস্ট) পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে শপথগ্রহণ করেন আনোয়ারুল হক কাকর। এর তিন দিনের মধ্যেই মন্ত্রিসভা গঠন করলেন তিনি।
আনোয়ারুল হক কাকরের তত্ত্বাবধায়ক সরকারকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে দেশটির বিদায়ী সরকার শেষের দিকে নতুন আদমশুমারির অনুমোদন দেওয়ায় এখন নির্বাচন কমিশনকে নতুন করে নির্বাচনী সীমানা নির্ধারণ করতে হবে।
কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১০:০৮