স্পোর্টস ডেস্ক : ম্যাথিউ ফর্ডের করা প্রথম ওভারের ষষ্ঠ বল ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারলেন ব্র্যান্ডন কিং। ২০২৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম ছক্কা! এরপর ঝড় তুলে আসরের প্রথম ফিফটিটাও তুলে নিলেন কিং। তার দল জ্যামাইকা তালাওয়াসেরও শিরোপা ধরে রাখার মিশন শুরু হলো দারুণ এক জয়ে।
বৃহস্পতিবার সকালে সিপিএলের উদ্বোধনী ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে ১১ রানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকা। ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে রোস্টন চেজের ঝোড়ো ফিফটির পরও ৮ উইকেটে ১৭৬ রান করতে পারে সেন্ট লুসিয়া।
ড্যারেন সামি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক সেন্ট লুসিয়া টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। বলা যায় জ্যামাইকাকে একাই টেনেছেন ব্র্যান্ডন কিং। ৩৯ বলে ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত ৫৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮১ রান করে ফেরেন।
১৮তম ওভারের শেষ বলে যখন কিং ফিরলেন, জ্যামাইকার রান তখন ১৭০। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান (১১ বল) করেন কিংয়ের ওপেনিং সঙ্গী কার্ক ম্যাকেঞ্জি। ১৪ বলে ১৯ রান করেন ইমাদ ওয়াসিম।
জ্যামাইকার রানটা আরেকটু বড় হতে পারতো। কিন্তু শেষ ওভারে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি দলটি। শেষ তিন বলে দুটি রান আউটসহ মোট ৩ উইকেট হারিয়ে ১৮৭ রানে গুটিয়ে যায়।
এরপর লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট লুসিয়াকে টানতে থাকেন চার নম্বরে খেলতে নামা রোস্টন চেজ। বিশেষ করে ষষ্ঠ উইকেটে রোশন প্রাইমাসের সঙ্গে ২৮ বলে ৬১ রান যোগ করে বড় আশার সঞ্চার করেন।
৫ উইকেট হাতে নিয়ে শেষ ২ ওভারে ৩২ রানের সমীকরণ তখন সেন্ট লুসিয়ার জন্য সহজই লাগছিল। কিন্তু এই দুজনকেই থামিয়ে জয় তুলে নেয় জ্যামাইকা।
সালমান ইরশাদের বলে বোল্ড হওয়া চেজ ৩১ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ৫৩ রান। রান আউটে কাটা পড়া প্রাইমাস ২০ বলে ৩৭ রান করেন ৪ চার ও ২ ছক্কায়।
জ্যামাইকার পক্ষে ইমাদ ওয়াসিম সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন সালমান ও ক্রিস গ্রিন। ম্যাচসেরা হয়েছেন ব্র্যান্ডন কিংস।
কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৩,/সকাল ১১:০৫