শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় কৃষিজমি সুরক্ষায় কৃষক সংগঠন, কৃষক সংগঠক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সুপারিশ ও প্রস্তাবনা সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা শহরের মোক্তারপাড়ায় হোটেল এসএমআরে বুধবার বিকেলে এ সংলাপের আয়োজন করে বেসরকারি সংগঠন বারসিক।
বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের সভাপতিত্বে ও বারসিকের প্রতিনিধি রনি খানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন- বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, উদীচী শিল্প গোষ্ঠি জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা জেলা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল কবির সরকার, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সংবাদকর্মী লাভলু পাল চৌধুরী প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১