ডেস্ক নিউজ : প্রশ্ন: বিয়ের আক্দ পড়ানোর পর অনেক স্থানে খেজুর নিক্ষেপ করে আর অনেক স্থানে খেজুর বণ্টন করে। জানার বিষয় হলো, খেজুর নিক্ষেপ করা সুন্নত, নাকি বণ্টন করা? মসজিদ বা সুন্দর পরিবেশে কী করবে?
-মো. জসিম, নরসিংদী
উত্তর: বিয়ের আকেদর পর খেজুর নিক্ষেপ করা সুন্নতে জায়েদা। তবে বর্তমানে মসজিদের সম্মান রক্ষার্থে এবং অন্যান্য পরিবেশে মজলিসের শৃঙ্খলা রক্ষার্থে খেজুর নিক্ষেপ না করে বণ্টন করা উচিত। (মুসতাদরাকে হাকেম : ৪/২২, ইলাউস সুনান : ১১/১১, তিরমিজি, হাদিস : ৪/২৩৫)
কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২৫