শুটিং চলাকালীন হাতের কনুইয়ে আঘাত পেলেন বরুণ। সোশ্যালে ফুলে লাল হয়ে যাওয়া কনুইয়ের ছবিও পোস্ট করেছেন। ওই ছবি পোস্ট করে বরুণ লেখেন, ‘নো পেইন, নো গেইন।’ যার বাংলা দাঁড়ায়, ‘কষ্ট না করলে কেষ্ট মেলে না।’
আগামি ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অ্যাটলি কুমারের ‘জাওয়ান’ সিনেমা। তার আগেই বরুণকে নিয়ে নিজের পরের ছবির কাজ শুরু করে দিয়েছেন। মুম্বাইতে ছবিটির প্রমো শুট করার কথা ছিল। সেই প্রমোর মাধ্যমেই ছবির ঘোষণা দেওয়ার কথা অ্যাটলির।
কিছুদিন আগে সোশ্যালে ছড়িয়ে পড়েছিল ছবির শুটিংয়ের একটি ভিডিও। সিনেমাটিতে বরুণের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী তারকা কীর্তি সুরেশ। এছাড়াও দেখা যাবে ‘জুবিলি’ খ্যাত ওয়ামিকা গাব্বিওকে।



























