ডেস্ক নিউজ : বাগেরহাট জেলার শরণখোলার সুন্দরবন সংলগ্ন গ্রামের পহলান বাড়ির মেয়ে মেহনাজ সৎ মা, ভাই ও বোনের দ্বারা নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে সেখান থেকে কোথাও যাওয়ার জায়গা নেই অসহায় এই মেয়েটির।
জানা যায়, ১৭ জুলাই সৎ মা ও সৎ ভাই বোনেরা মাত্র এক কাঠা বাস্তুভিটা দখলের জন্য মেহনাজের উপর বর্বর নির্যাতন চালায়। পাথরের উপর দুই পা রেখে হাতুড়ি দিয়ে হাঁটুর নিচ থেকে তার দুই পা গুড়িয়ে দেয়। মুমুর্ষ অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে একটি মামলাও হয়েছে।
শুনেছি, অসহায় নারী ও শিশুদের সুরক্ষার জন্য সরকারের ওসিসি আছে! কিন্তু সারা বাগেরহাট খুঁজেও কারো কাছে তাদের সন্ধান পেলাম না। জেলা সিভিল সার্জনও নিরব, নির্বাক। প্রসাশনের এসব তুচ্ছ বিষয়ে নজর দেয়ার সময় নেই! মিডিয়া, মানবাধিকার সংস্থাগুলোও মেহনাজের ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারছে না!
এমতাবস্থায়, বাগেরহাটের হৃদয়বান মানুষের কাছে আকূল আবেদন, সাত বছরের মেয়ে নওশীনকে নিয়ে মেহনাজ এখন কোথায় যাবে? জনগনের টাকায় গড়া এই হাসপাতালে এমন একজন রোগীর সুস্থ হওয়া পর্যন্ত যদি ঠাঁই না হয়, তাহলে এই সব চিকিৎসালয় কাদের জন্য? কেউ কি আছেন, সদর হাসপাতালের ৫ তলায় গিয়ে অসহায় মেহনাজের পাশে দাঁড়াবেন?
মেহনাজের নাম্বার: ০১৯৪৭-৮৬৭২২৭
কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৮:১১