মায়ামিতে যোগ দেওয়ার পর পাঁচ ম্যাচে মেসির গোল হলো ৮টি। প্রতি ম্যাচেই এই সুপারস্টার গোল করেছেন। তিন ম্যাচে করেছেন দুটি করে গোল। স্কালোনি বললেন, মায়ামিতে মেসি সুখী বলেই এমন দারুণ খেলছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে মায়ামি-শার্লট ম্যাচ মাঠে বসে দেখা স্কালোনি ইএসপিএনকে বলেন, ‘লিওকে (মেসি) দেখার জন্য আমি পরিবার নিয়ে এখানে এসেছি। আমি দেখছি এখানে সে খুবই সুখী এবং যখন সে সুখী থাকে তখন অন্য যে কারো চেয়ে দুর্দান্ত থাকে’।
স্কালোনির কোচিং ও মেসির অধিনায়কত্বেই গত বছর বিশ্বকাপ শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বরে বিশ্বচ্যাম্পিয়নদের দুটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।