ডেস্ক নিউজ : ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) ২০২৩ সম্মেলনে জনস্বাস্থ্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাস্তুচ্যুত জনগণের জন্য করণীয় বিষয়ে বক্তব্য দেয়ার জন্য ডিএনসিসি মেয়রকে আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৮-১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে মেয়র আতিকুল ইসলাম জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দেয়ার বিষয়ে কপ-২৭, গ্লোবাল মাইগ্রেশান গভর্ন্যান্সে আলোচনায় এবং বিশ্ব ব্যাংকের পধান কার্যালয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দিয়েছেন।
ডিএনসিসি মেয়র বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে মেয়র’স মাইগ্রেশন কাউন্সিলের লিডারশিপ বোর্ডের সদস্য, সি-৪০ সিটির স্টিয়ারিং কমিটির সদস্য এবং সি৪০-এমএমসি টাস্কফোর্সের কো-লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় জলবায়ুর স্থিতিস্থাপকতা তৈরিতে ভূমিকা রাখায় ব্লুমবার্গ ফিলানথ্রফিস অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেন। ঢাকা উত্তর সিটিকে একটি সবুজ, আরও অন্তর্ভুক্তিমূলক এবং বসবাসযোগ্য শহর তৈরি করতে সবুজ জায়গা সম্প্রসারণ কার্যক্রমের জন্য এই সম্মানজনক পুরস্কার দেয় ব্লুমবার্গ ফিলানথ্রপিস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, ৪টি খেলার মাঠ, ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ ও ২৩টি বিদ্যমান পাবলিক টয়লেটের উন্নয়ন, ২টি কবরাস্থানের উন্নয়ন এবং একটি পশু জবাইখানা উন্নয়ন কার্যক্রমের জন্য এই সম্মাননা দেয়া হয়। ডিএনসিসির এই কার্যক্রম সবুজ ভবিষ্যতের পথ প্রশস্ত করছে বলে মনে করা হয়।
কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৫৫